কি সেবা কিভাবে পাবেন প্রশিÿণ সংক্রামত্মঃ সঙ্গীত,নৃত্য,তবলা,চিত্রাংকন বিষয়ে ২ থেকে ৩ বৎসর মেয়াদী প্রশিÿণ কোর্স পরিচালনা করা হয়। নির্ধারিত ভর্তি ফরমে আবদনের মাধ্যমে ভর্তি হতে হয়। দঃস্থ শিশুদের জন্য বিনামূল্যে প্রশিÿণের সুযোগ রয়েছে। কোর্স শেষে সনদপত্র প্রদান করা হয়। প্রাক-প্রাথমিক সংক্রামত্মঃ শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন করে ৬০ জন ছাত্র/ছাত্রীকে সম্পূর্ন বিনামূল্যে পড়ানোর সুযোগ রয়েছে। দুঃস্থ পরিবারের সমত্মানদের ভর্তির অগ্রাধিকার দেওয়া হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভর্তি করা হয়। লাইব্রেরী সংক্রামত্মঃ শিশুদের জন্য লাইব্রেরী রয়েছে। এখানে শিশুদের সার্বÿনিক পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া সদস্য হওয়ার ব্যবস্থা রয়েছে। নির্ধারিত আবেদন ফরমে ১০০/= টাকা জামানত সহকারে সদস্য হওয়ার সুযোগ রয়েছে। শিশু পত্রিকা ও প্রকাশিত বই সংক্রামত্মঃ বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশিত সকল ধরণের বই শিশু একাডেমীতে বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া শিশু পত্রিকা নামে প্রকাশিত মাসিক পত্রিকা বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। শিশু পত্রিকায় যে কোন শিশু লেখা পাঠাতে পারে। সেটা জেলা অফিসারের মাধ্যমে কিংবা সরাসরি কেন্দ্রীয় কার্যালয়েও লেখা পাঠানোর ব্যবস্থা রয়েছে। কম্পিউটার প্রশিÿণ সংক্রামত্মঃ কম্পিউটার প্রশিÿণ সংক্রামত্ম ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ মাস মেয়াদী প্রশিÿণ প্রদাণ করা হয়। নির্ধারিত ভর্তি ফরমের মাধ্যমে ভর্তি ফি প্রদান পূর্বক ভর্তি করা হয়। কোর্স শেষে সনদপত্র প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS