Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বাংলাদেশ শিশু একাডেমী

                                                                             ঝিনাইদহ

email: bsajhe@gmail.com

ফোন নং-০৪৫১-৬২১৩০ 

সিটিজেন চার্টার

বাংলাদেশ শিশু একাডেমী শিশুদের মানসিক বিকাশের লক্ষে ৬৪টি জেলা শাখায়  বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে নানামুখী প্রশিক্ষণ, গ্রন্থগার সেবা, জাদুঘরভিত্তিক প্রদর্শনী এবং বই পত্রিকা বিক্রয় মূলক কার্যক্রম ।

ক্র:

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তী স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(নাম, পদবী, ফোন ও ই-মেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম কর্মসুচি

প্রতি কেন্দ্রে ৩০জন শিশুকে এর মাধ্যমে শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিক্ষা দেয়া হচেছ । ১ বছর মেয়াদ কোর্স।

বাংলাদেশ শিশু একাডেমী ঝিনইদহ জেলা শাখা

বিনামূল্যে

আবেদনের তারিখ থেকে এক মাসের মধ্যে ভর্তি সম্পন্ন করা হয়।

মো: আয়ুব হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

০১৭১১৯৫০১৩৫

২.

শিশু মনন, মেধা ও সাংস্কৃতিক বিকাশ

শিশুদের জন্য বিভিন্ন জাতীয় দিবস দেশীয় সাংস্কৃতিক উৎসবে প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শিশু একাডেমী ঝিনইদহ জেলা শাখা

বিনামূল্যে

 সারা বছর

মো: আয়ুব হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

০১৭১১৯৫০১৩৫

৩.

শিশুদের প্রশিক্ষণ

বাংলাদেশের শিশুদের সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক উন্নয়ন ও সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের উদ্দেশ্যে শিশুদের সংগীত, নৃত্য ও চিত্রাংকন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণপ্রদান করা হয়। প্রতি বছর(জানুয়ারী-ডিসেম্বর) সেশনে শিশুদের ভর্তি করা হয়। অস্বচ্ছল অভিভাবকদের আবেদনের ভিত্তিতে তাদের শিশুদের এবং প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণদেয়া হয়।

বাংলাদেশ শিশু একাডেমী ঝিনইদহ জেলা শাখা

বার্ষিক এককালীন ১মবর্ষ- ৮২০টাকা

২য়-বর্ষ ৭৬০টাকা

 ৩য়বর্ষ

৭৬০ টাকা ফি এর মাধ্যমে

আবেদনের তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে ভর্তি কাযৃক্রম সম্পন্ন করা হয়।

আম্বিয়া খাতুন লাইব্রেরীয়ান কাম মিউজিয়াম কীপার

০১৭৩২০১৭৮৭৮

৪.

শিশুদের জন্য বিভিন্ন পুসত্মক ও শিশু পত্রিকা বিক্রয়

শিশুতোষ বিভিন্ন পুসত্মক ও মাসিক শিশু পত্রিকা বিক্রয় করা হয়।

বাংলাদেশ শিশু একাডেমী ঝিনইদহ জেলা শাখা

পুসত্মকের মূল্য অনুযায়ী

প্রতিদিন সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যমত্ম খোলা থাকে।

 আম্বিয়া খাতুন লাইব্রেরীয়ান কাম মিউজিয়াম কীপার

০১৭৩২০১৭৮৭৮

৫.

লাইব্রেরী ও মিউজিয়াম কর্ণার

 বাংলাদেশ শিশু একাডেমী ঝিনইদহ জেলা কার্যালয়ে শিশুতোষ গ্রন্থ,বিভিন্ন সাহিত্যকর্ম প্রকাশনা,জার্নাল ও সাময়িকী নিয়ে গঠিত একটি লাইব্রেরী কর্ণার রয়েছে।

জেলারপরিচিতি,ইতিহাস,ঐতিহ্য,বিশিষ্ট 

ব্যক্তিত্ব যারা স্থানীয় শিশু-কিশোরদের উৎসাহ উদ্দীপনার প্রতিক হতে পারেন,তাদের কর্মজীবন ও সৃষ্টির সঙ্গে শিশুদের পরিচয় করানোর জন্য রয়েছে একটি মিউজিয়াম কর্ণার।

 

বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহ জেলা শাখা

বিনামূল্যে

প্রতিদিন সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যমত্ম খোলা থাকে।

আম্বিয়া খাতুন লাইব্রেরীয়ান কাম মিউজিয়াম কীপার

০১৭৩২০১৭৮৭৮

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহ। বাংলাদেশ শিশু একাডেমী শিশুদের মানসিক, সাংস্কৃতিক ও মেধা বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় অফিস সহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলা শাখায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নানামুখী প্রশিক্ষণ, গ্রন্থাগার সেবা, জাদুঘর ভিত্তিক প্রদর্শনী, পুস্তক প্রদর্শনী ও বই এবং অন্যান্য প্রকাশনামূলক কার্যক্রম। ৫ সিটিজেন চার্টার ক্রমিক নং ০১। শিশুদের জন্য ২ থেকে ৩ বৎসর মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছে সঙ্গীত, তবলা, নৃত্য, চিত্রাংকন। ০২। সকল শ্রেণীর শিশুদের বর্ণিত প্রশিক্ষণ কোর্স সমূহে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ০৩। দুঃস্থ শিশুদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। ০৪। গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। ০৫। এছাড়াও শিশুদের মৌসুমী প্রতিযোগিতা, বাংলা নববর্ষ উদযাপন, শিশুদের শিক্ষা সফর, শিশু আনন্দমেলা ও বিজ্ঞান প্রদর্শনী, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিশু নাট্য প্রতিযোগিতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কবি শিল্পী সাহিত্যিকদের জন্মবার্ষিকী, আন্তঃজেলা সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ ও বনায়ন কর্মসূচী, শিশু চলচ্চিত্র প্রদর্শনী, ধর্মীয় মূল্যবোধ বিষয়ক কার্যক্রম ও নজরুল রবীন্দ্র জন্মজয়ন্তী সহ আরো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদযাপন করা হয়। ০৬। ২৫০০ টি গ্রন্থের বিশাল সংগ্রহের শিশু গ্রন্থাগার শিশুদের জন্য উন্মুক্ত এ গ্রন্থাগারের সুবিধাসমূহ শিশু ছাড়াও সর্ব সাধারণের জন্য উন্মুক্ত। ০৭। শিশুরা সদস্য হয়ে নির্ধারিত সময়ের জন্য বই লেনদেন করতে পারে। ০৮। গ্রন্থাগার ভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম ও প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। ০৯। স্বল্প পরিসরে জাদুঘরটি শিশুসহ সাধারণের জন্য উন্মুক্ত। ১০। মাসিক ‘শিশু পত্রিকা’ বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে শিশু বিশ্বকোষ। ১১। শিশু একাডেমী থেকে প্রকাশিত বই ও জাদুঘরের সরঞ্জামাদি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। ১২। শিশু একাডেমী প্রকাশিত যাবতীয় বই বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। ১৩। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হয়। ১৪। শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমে ৩০ জন করে ২টি কেন্দ্রে ৬০ জন দুঃস্থ শিশুর সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। ১৫। শিশু একাডেমীর উন্নয়ন প্রকল্পসমূহঃ ইউনিসেফের সহায়তায়ঃ ইসিডি প্রকল্প, জেলা, উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা, শিশু বিকাশ ও প্রাকপ্রাথমিক বিদ্যালয় ভিত্তিক কার্যক্রম। ১৬। সেভ দ্যা চিলড্রেন অষ্ট্রেলিয়ার সহায়তায়ঃ এন.সিটিএফ জেলা কমিটির কার্যক্রমসহ ত্রৈমাসিক শিশু তরঙ্গ পত্রিকা প্রকাশিত হয়। শিশুদের জীবন দক্ষতামূলক সরকারী বালক ও বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ১৭। শিশু একাডেমীর নিজস্ব ভবন নির্মাণ প্রক্রিয়াধীন। ১৮। বিভিন্ন তথ্য অনুসন্ধান ও অভিযোগের সুযোগ রয়েছে। ১৯। সিসিমপুর আউটরীচ প্রকল্পঃ সিসিমপুর দিবস পালন, সিসিমপুর বিষয়ক কর্মশালা, ২০১১ সালে ৫০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সিসিমপুর প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। মুলত প্রাক-প্রাথমিক শিÿার্থীদের বিনোদনের মাধ্যমে শিÿা দেওয়াই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। ২টি সিসিমপুর মোবাইল ভ্যান গাড়ীর মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০। শিশুদের কম্পিউটার প্রশিÿণঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লÿÿ্য শিশুদের কম্পিউটার প্রশিÿণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিন(৩)মাস মেয়াদি প্রশিÿণ কার্যক্রমে এক জন দÿ প্রশিÿক দ্বারা এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অফিস চলাকালীন সময়ে শিশুরা এই প্রশিÿণ গ্রহন করতে পারে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬২১৩০